ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে হাঁপ ছেড়ে বেঁচেছিল দেশের মানুষ। অর্থনৈতিক দেউলিয়াত্বে পড়ার শঙ্কা থেকে বেঁচে ফিরে শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও পান নতুন প্রাণ। তবে তার স্থায়িত্ব ছিল মাত্র চার দিন। গত দুই মাসে ৯২ শতাংশ শেয়ারের দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। শেয়ারবাজার-সংশ্লিষ্টদের মতে, এ অবস্থার কারণ- বিগত সরকারের সময় হওয়া লুটপাটে অর্থনীতির ক্ষতগুলো প্রকাশের পর বিনিয়োগকারীরা অর্থনীতির ভবিষ্যৎ বুঝতে সময় নিচ্ছেন। আবার পরিবর্তিত পরিস্থিতি এবং কারসাজি চক্রের অনুপস্থিতিতে তাদের দেখে যারা বিনিয়োগ করতেন, তাদের বিনিয়োগ কমেছে। এর বাইরে মূল্যস্ফীতি কমাতে সুদহার বৃদ্ধির প্রভাবও আছে। সরকার বদলের পর গত ৬ থেকে ১১ আগস্ট পর্যন্ত চার দিনে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৫০টিরই দর বাড়ে। ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৬ শতাংশ দর বাড়ে ৭৮টির। তাতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৮৬ পয়েন্ট বা ১৫ শতাংশ বেড়ে ৫৯২৪ পয়েন্ট এবং এক দিনের শেয়ার কেনাবেচা ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। গত ১২ আগস্ট থেকে ছন্দ পতন শুরু হয়। গত দুই মাসে ৩৬৭ শেয়ারের দর পতন হয়েছে। অন্তত ১০ শতাংশ দর হারিয়েছে ৩২০ শেয়ার, পতনের হার ৩০ শতাংশ ছাড়িয়েছে ৭১টির। গত বুধবার ৯৮ পয়েন্ট বৃদ্ধির পরও এ সময়ে সূচকের পতন হয়েছে ৫৯৪ পয়েন্ট বা ১০ শতাংশ। সর্বশেষ সাত কার্যদিবসের গড় লেনদেন নেমেছে পৌনে ৪০০ কোটি টাকায়। আবার এ সময়ে যেমন নতুন বিও অ্যাকাউন্ট খোলা ও বিনিয়োগ বেড়েছে, তেমনি অ্যাকাউন্ট শেয়ার-শূন্য হওয়াও বেড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাকল্যে ৭ হাজার ৪০৬টি নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে সাড়ে ৬ হাজারের বেশি অ্যাকাউন্টে নতুন বিনিয়োগ হয়েছে। আবার এই একই সময়ে প্রায় ১০ হাজার অ্যাকাউন্ট শেয়ার-শূন্য হয়েছে। অর্থাৎ এসব অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। অর্থনৈতিকভাবে দেউলিয়াগ্রস্ত দেশ পাকিস্তানের শেয়ারবাজার যখন রেকর্ড উত্থান হচ্ছে, তখন দুর্নীতিবাজ সরকারের পতনের পর শেয়ারবাজারের অবস্থার উন্নতির কথা, সেখানে উল্টো পতনের ধারা কেন- এ প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। চলতি দর পতনের কারণ বিশ্লেষণে শেয়ারবাজার বিশেষজ্ঞ ও রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, গণঅভ্যুত্থানে সরকার পতনের পর অকল্পনীয় দুর্নীতি ও লুটের মাধ্যমে কীভাবে শেখ হাসিনা সরকার অর্থনীতিকে ধ্বংস করেছিল সেসব তথ্য এখন প্রকাশ হচ্ছে। ব্যাংক লুটপাটের প্রকৃত তথ্য বের হচ্ছে- স্বাভাবিকভাবে এটা সবার জন্য স্বস্তিদায়ক নয়। এমন হতশ্রী অবস্থায় বিনিয়োগকারীরা ভয় পাবেন, এটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সত্ত্বেও রপ্তানি কিছুটা বেড়েছে। হুন্ডি ও পাচার কমায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আসা ব্যাপক হারে বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বাড়ছে। এ অবস্থা আশাবাদী হওয়ার মতো হলেও কেন শেয়ারবাজারে প্রভাব নেই- এমন প্রশ্নে আবু আহমেদ বলেন, এখানে সিংহভাগ বিনিয়োগকারী নিজের বুদ্ধিতে বিনিয়োগ করেন না, তারা জুয়াড়িদের দেখাদেখি শেয়ার কেনেন। জুয়াড়ি চক্র এখন সক্রিয় নয়। ফলে তাদের অনুসারীরা কী করবেন তা নিয়ে বিভ্রান্ত। এটা সাময়িক। যখন বিনিয়োগকারীরা নিজের বুদ্ধিতে বিনিয়োগ করবেন, তখন অর্থনীতির পরিবর্তনগুলোর প্রভাব বাজারে দেখা যাবে। এ মতকে সমর্থন করে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের এমডি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সুদের হার বৃদ্ধি হলে বড় বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে বন্ডে বিনিয়োগ করেন বা উচ্চ সুদের সঞ্চয়ী স্কিমে ডিপোজিট করেন। সুদের হার কমানো এবং আইএমএফের ঋণ নিয়ে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানো ও মূল্যস্ফীতি কমায় পাকিস্তানের শেয়ারবাজার চাঙ্গা। বাংলাদেশের শেয়ারবাজারেও অচিরে এমন ধারা দেখা যাবে বলে আশা সবার।