ফুলতলা বিল ডাকাতিয়া রক্ষা কমিটির উদ্যোগে সোমবার দুপরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে স্মারকলিপি প্রদান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বিল ডাকাতিয়া রক্ষা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিএনপি নেতা এনামুল হক ভুইয়া পারভেজ ও জামায়াত নেতা নূর ইসলাম গাজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আজম হাদি, মাষ্টার সিরাজুল ইসলাম, বিল ডাকাতিয়া রক্ষা কমিটির সদস্য সচিব ও জামায়াত নেতা আবদুল আলিম মোল্যা, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, মশিয়ার রহমান বিপ্লব, হুমায়ুন কবির বিশ্বাস, মাওঃ সাইফুল ইসলাম, আতাউর রহমান, আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ, সাংবাদিক শামসুল আলম খোকন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, শেখ মনিরুজ্জামান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মাজহারুল ইসলাম, হালিম সরদার, আঃ হালিম শেখ, আলমগীর হোসেন মোল্যা, ফিরোজ হোসেন মোড়ল, ইকবাল খান প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ জলাবদ্ধ বিল ডাকাতিয়ার মৎস্য ঘের ও সবজি ক্ষেত বিলিন হয়ে যাওয়ায় এনজিও ও কৃষি ব্যাংক ঋণের কিস্তি ৬ মাস বন্ধ, সুদ মওকুফ, কৃষি ও মৎস্যজীবিদের প্রকৃত ক্ষয় ক্ষতির পরিমান নির্নয় করে কৃষি সহযোগিতা এবং বিল ডাকাতিয়ার বদ্ধ পানি নিষ্কাষণের জন্য আফিল গেট হতে ভারী পাম্পের মাধ্যমে ভৈবর নদীতে পানি অপসারণের দাবিতে ইউএনও তাসনীম জাহানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।