ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডুবার পানিতে ডুবে একই পরিবারের দুই ছেলে শিশুর নির্মম মৃত্যু হয়েছে। একে অপরের হাতে ধরাবস্থায় লাশ দুটি পানির নীচ থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে গত রোববার দুপুরে এই ঘটনা ঘটেছে। নিহত দুই হলো- আবির (০২) ও আরাবি (০৩)। কোন ভাবেই থামছে না দুই শিশুর মায়েদের আহাজারি। জ্ঞান হারাচ্ছেন প্রতি মূহুর্তে। কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে গেছে দুটি পরিবার। বুক ছাপড়িয়ে ফুফিয়ে কাঁদছেন স্বজনরা। বাকরূদ্ধ হয়ে হতবিহবল হয়ে পড়েছেন তাদের দুই পিতা। ভুক্তভোগি পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধীতপুর গ্রামের বাসিন্দা প্রবাসী আক্কেল আলী ও ওষুধ ব্যবসায়ি মো. আশরাফ আলী আপন দুই ভাই। আক্কেল আলীর ছেলে আবির আর আশরাফের ছেলে আরাবি। তাদের বসতবাড়ির পাশেই রয়েছে একটি ডুবা। ডুবার পশ্চিম পাড়ে নতুন বিল্ডিং নির্মাণের কাজ করছেন প্রবাসী মিল্লাদ মিয়া। কাজের জন্য সেখানে রেখেছেন বালু। ওই দুই শিশু গত রোববার সকালের দিকে ওই বালুর উপর বসে খেলা করছিল। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন বালুর উপর দেখতে না পেয়ে খুঁজতে শুরূ করেন। নিজেদের বাড়ি, আশপাশের বাড়িঘর কোথায় পাওয়া যায়নি তাদেরকে। সাড়ে ১২টার সন্দেহজনক কারণে ডুবার পানিতে নামেন আক্কেল আলী। তার পায়ে লাগে শিশুর দেহ। টেনে পানির উপর তুলে দেখেন নিজের ছেলে ও ভাতিজা একে অপরের হাতে ধরে লাশ হয়ে আছে। চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে আক্কেল আলী। আবির ও আরাবিকে নিয়ে দ্রƒত চলে যান সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আক্কেল আলী ও আশরাফের আর কোন ছেলে সন্তান নেই। চোখের পলকে তরতাজা দুই ছেলে শিশুর নির্মম মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে ধীতপুর গ্রামে। আর্তচিৎকার আর আহাজারি থামছে না ওই পরিবারের।
স্মৃতি ভুলতে পারছেন না মা:
আবির আর আরাবির কচি কন্ঠের রসালো কথোপকথন। টুংঠাং হাঁটা। মায়াবি মুখের হাসি। খাবারের আকুতি। না খাওয়ার বায়না। রাগ ও এলোপাতাড়ি দৌড়। এমন হাজারো স্মৃতি কোন ভাবেই ভুলতে পারছেন না মায়েরা। জীবিত দুই শিশুর কর্মকান্ডের স্মৃতিচারণ করেই চিৎকার করে কেঁদে ওঠেন মায়েরা। মূহুর্তের মধ্যেই আবার বাক হারিয়ে অজ্ঞান হয়ে পড়েন। শান্তনা দেওয়ার কোন ভাষা নেই প্রতিবেশী ও গ্রামবাসীর। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের শিশু বাচ্চাদের চলাফেরা খেলাধূলার বিষয়ে আরো সচেতন হতে হবে। এমন সব নির্মম ঘটনার জন্য আমাদের অভিভাবকদের অসচেতনতা অনেকটা দায়ী। কারণ ওই বয়সের বাচ্চারা আগুন পানি বুঝে না। নিজেদের অজান্তে শিশুরা যেকোন ধরণের দূর্ঘটনার শিকার হতে পারে। সামান্য ভুলের জন্য আবির ও আরাবি ডুবার পানিতে ডুবে মারা গেল। আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা শিশুই পরিবার সমাজ দেশ ও জাতির সম্পদ।