জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ সরকার সম্প্রাসারিত টিকাদান কর্মসূচিতে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে হোমনায় এ কর্মসূচির আলোকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. মো. তারেক নেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাসেল আহাম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভিন লুনা, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবদুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন। ইপিআই টেকনোলজিস্ট মো. শেখ ফরিদের সঞ্চালানায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দুলালপুর চন্দ্রমণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকা ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান, ইসলামি ক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. বিল্লাল হোসেন প্রমুখ।
সভায় বলা হয়- বয়ঃসন্ধির সূচনা লগ্নেই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এইচপিভি সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। বাাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্রীদের সিংহভাগ ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত। একারণে ১০ বছর বয়সী ছাত্রীদের ক্ষেত্রে ৫ম শ্রেণি ও ১১ থেকে ১৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রীদেরকে উদ্দিষ্ট জনগোষ্ঠী হিসেবে নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করার পর পরবর্তী বছর থেকে শুধু পঞ্চম শ্রেণির ছাত্রী এবং ১০ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীদের একটি নির্দিষ্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান বা নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম অক্টোবর ২০২৪ খ্রি. দ্বিতীয় সপ্তাহ (সম্ভাব্য) থেকে পরবর্তী ৪ সপ্তাহ বা ১ মাস যাবত অনুষ্ঠিত হবে। দেশব্যাপী মোট ১৮দিন ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তন্মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে টিকা দেওয়া হবে।
উল্লেখ্য যে, এই টিকাগ্রহিতাদের রেজিস্ট্রেশন চলছে এবং ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুলের ছাত্রীদের ২৪ অক্টোবর ২০২৪ খ্রি. মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ ছাড়া ক্যাম্পেইন চলাকালীন সময় রুটিন ইপিআই টিকাদান সেশন প্ল্যান অনুযায়ী চলমান থাকবে এবং কমিউনিটি ক্লিনিক যথানিয়মে চলবে।