‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ এই প্রতিপাদ্যে রংপুরে ৫৫তম বিশ্ব মান দিবস, ২০২৪ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ আজমল হোসেন।
অনুষ্ঠানেসভাপতিত্বকরেনজেলাপ্রশাসকমোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ওবাংলাদেশস্ট্যান্ডার্ডসঅ্যান্ডটেস্টিং ইনস্টিটিউশন,রংপুরযৌথভাবেএই আলোচনাসভার আয়োজন করে।
আলোচনাসভায়প্রধানঅতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে মানসম্পন্ন পণ্য উৎপাদন একান্ত প্রয়োজন। রপ্তানি খাতকে শক্তিশালী করার জন্য উৎপাদিত পণ্যের মান সঠিক রাখতে হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আন্তর্জাতিক মান অনুসরণের বিকল্প নেই। এজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহে মানসম্মত খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে ব্যবসায়ীদের ওজন ও পরিমাপে কারচুপি রোধে সকল ওজনযন্ত্রের ক্যালিব্রেশন ও ভেরিফিকেশনের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাজার মনিটরিং প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের বিএসটিআই-এর চেক লিস্ট অনুযায়ী কর্মকর্তাদের অবশ্যই নিয়মিত বাজার পরিদর্শন ও মান যাচাই করতে হবে। দ্রব্যমূল্য ও পণ্যের মান নিয়ন্ত্রণে বাজার নজরদারী বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি বিশেষ অতিথির বক্তব্যে নিরাপদ ও মানসম্মত খাদ্য পরিবেশনে লবন-তেল-মসলার গুনগত মানের উপর গুরুত্বারোপ করেন। পণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত বাজার অভিযান পরিচালনার পরামর্শ দেন তিনি। সেইসঙ্গে ব্যবসায়ীদের প্রশিক্ষণের অনুরোধ জানান।
অনুষ্ঠানের শুরুতে তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, রংপুরের উপণ্ডপরিচালক মুবিন উল ইসলাম।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি আতিক উল্লাহ, রংপুর ক্যাবের (বাংলাদেশ ভোক্তা সমিতি) সভাপতি আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।