রংপুরে বিড়ি মালিকদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে হয়রানিমূলক অভিযোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছে কয়েক হাজার বিড়ি শ্রমিক। সোমবার (১৪ জুলাই) সকালে হারাগাছ বাজারে এতে বক্তারা বলেন, শত বছরের উর্ধ্বে হারাগাছে বিড়ি শিল্প বিরাজমান রয়েছে। রংপুর থেকে যে রাজস্ব আদায় হয় তার সিংহভাগ আসে বিড়ি শিল্প থেকে। বর্তমান পরিস্থিতিতে একটি চক্র হারাগাছের ৫১টি বিড়ি মালিকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ এনে কাস্টমস, দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। সেই অভিযোগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে হারাগাছ বাসী। অথচ হারাগাছের মানুষেরা বিড়ি তৈরীর অর্থ দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে। তারা বিড়ি শিল্পকে ধ্বংস করে লাখ লাখ মানুষকে কর্মহীন করতে চায়। অবিলম্বে অজ্ঞাত অভিযোগকারীকে গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবী জানান শ্রমিকরা। দাবী আদায় না হলে লক্ষাধিক শ্রমিককে নিয়ে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত লাভলু, হারাগাছ বিড়ি মজদুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, হারাগাছ বিড়ি প্যাকিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়ামিন আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা।