চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ প্রবারনা পূর্ণিমা ও দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের প্রস্ততি সভা গত রোববার অনুষ্ঠিত হয়। বিহারের সভাপতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথের। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া। সভায় আসন্ন শুভ প্রবারনা পূর্ণিমা ও দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠানের কর্মসূচি ও করনীয় বিষয় নিয়ে এই দুই বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান মহাসমারোহে, শান্তিপূর্ণ ও ভাব গম্ভীর পরিবেশ উদযাপনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, বিজয় দর্শন বড়ুয়া, হরিপদ বড়ুয়া, সাংস্কৃতিক কর্মী রনজিৎ কুমার বড়ুয়া, লোকনাথ বড়ুয়া, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, সন্তোষ বড়ুয়া বটন, সুব্রত বড়য়া, বন্দন, সুজন বড়ুয়া মামুন, গোলাপ বড়ুয়া, ছোটন বড়ুয়া প্রমূখ।