রাজশাহীর বাঘায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ। জাহিদুল ইসলাম জাহিদ হেদাতিপাড়া বাউসা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ছাত্রদল কর্মী জাহিদ হাসানের পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে মুদিখানার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ২৫ আগস্ট সকাল ১১টায় আওয়ামী লীগের নেতামর্কীরা হাসুয়া, লোহার রড়, চাইনিচ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়ে জালিয়ে দেয়া হয়। এই ঘটনায় জাহিদ হাসান বাদি হয়ে ২৬ আগস্ট ১৪১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞান ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার আসামি জাহিদুল ইসলাম জাহিদ।
এ দিকে দুপুরে বাঘা মাজার এলাকা থেকে শিমুল হোসেন, সাব্বির হোসেন, পলাশ আহমেদ নামের তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। তাদের বাড়ি লালপুরের মনিহার পুর এলাকায় বলে জানা গেছে। তাদের কাছে তিনটি মোটর সাইকেল ছিল বলে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, জাহিদুল ইসলাম জাহিদ দোকান পুড়ানো হামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।