সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ইংরেজি বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন নতুন নেতৃত্ব পেয়েছেন তরিকুল ইসলাম তারেক এবং মো. হাফিজুর রহমান মিলন।
সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, কমিটি গঠণ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার এইচএম শাহাজালাল নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলেন। সংগঠনের সাবেক আহ্বায়ক বাহাউদ্দিন গোলাপ জানান, নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও সভাপতি পদে তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম রায়হান, কোষাধ্যক্ষ পদে মাজহারুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে তানিম মাহামুদ খান ব্যতিত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। ফলে মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দানকারী উল্লিখিত পাঁচজনকে সর্বসম্মতিক্রমে বিজয়ী ঘোষণা করা হয়েছে।