নগরীর আমতলা মোড় এলাকায় মিনিট্রাকের চাঁপায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী আতিকুর রহমান (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত ব্যবসায়ী আতিকুর রহমান বাকেরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। ঘটনার পর পরই স্থানীয়রা ধাওয়া করে মিনিট্রাকের চালক জামাল হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, মিনিট্রাকটি বাকেরগঞ্জ থেকে আসছিলো। এ সময় ট্রাকটি বিপরীতদিক থেকে আসা আতিকুরের মোটরসাইকেলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তিনি (আতিকুর) নিহত জন।