কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোঃ জুবায়ের ইসলাম সাজু নামের একজন ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।
পরবর্তীতে ঐ ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হলে কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে গতকাল রাত সারে ৭ টায় মহানবী(সাঃ)'র কটুক্তিকারীকে ভূরুঙ্গামারী থানা পুলিশ গ্রেপ্তার করে। জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবক মোঃ জুবায়ের ইসলাম সাজু(২৫) ভূরুঙ্গামারী উপজেলাধীন পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের বাসিন্দা। ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলে বিভিন্ন ইসলামি দলের ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা মহানবীকে কটুক্তিকারী জুবায়ের ইসলাম সাজুর শাস্তি দাবী করেন।এ সময় ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সর্বোচ্চ শাস্তি বিধানে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে সেই সাথে ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।