মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক আসামীকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৮। গ্রেপ্তারকৃত আসামি পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী গ্রামের আমীর আলী খানের ছেলে রেজাউল করিম খান। ২০১২ সালের এক হত্যা মামলায় ২০১৭ সালে আদালত তাকে মৃত্যু দন্ডাদেশ দেয়। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জামাল উদ্দিন ও সহকারী পরিচালক অমিত হাসানের নেতৃত্বে র্যাব সদস্যরা রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পিরোজপুর শহরের শেখপাড়ায় তার বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে ২০১২ সালের ৪ এপ্রিল রাতে এক মাহফিল থেকে ফেরার পথে রেজাউল ও সহযোগীরা তার ফুপাত ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। ফিরোজের বোনকে রেজাউলের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন। মামলায় সাক্ষ্য প্রমান শেষে ২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের তৎকালিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. এম. জিল্লুর রহমান রেজাউলসহ ৩ জনকে মৃত্যুদন্ড এবং রেজাউলের মা রেকসোনাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুস সোবাহান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেছেন রেজাউলকে সোমবার আদালতে পাঠানো হবে।