আশুগঞ্জ নৌবন্দর-বিশ্বরোড-ধরখার-আখাউড়া স্থলবন্দর সড়ক চার লেনে উন্নীতকরনের কাজ বন্ধ,সড়কের বেহাল দশা,ব্যবসায়ীরা বিপাকে। ৫১ কিলোমটিার মহাসড়কটি ফোরলেেন উন্নীতকরনে নর্মিাণ ব্যয় ধরা হয়েেছ ৫ হাজার ৭'শ ৯১ কোটি টাকা। শুরুতেই‘ নির্মাণ কাজের ধীর গতির কারণে মহাসড়কে চলাচলরত যানবাহনরে যাত্রীদরে র্দুভোগ চরম আকার ধারণ করেছে। বেশিী বিকপাকে পড়েন ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর ঠিকাদারী প্রতিষ্ঠান ভারতীয় এফকন লিমিটেড কাজ ফেলে রেখে পালিয়ে যাওয়ার কারণে। ঠিকাদারী প্রতিষ্ঠান ভারতীয় এফকন লিমিটেড জনবলসহ তারা বাংলাদেশ ছেড়ে যাওয়ায় রাস্তার কাজ সম্পুর্নভাবে বন্ধ হয়ে যায়। এতে করে যাত্রীরা চরম পরেছে বিপাকে।পাশাপাশি আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরের ব্যবসায়ীরা তাদেও ব্যবসা-বানিেেজ্য নেমে আসে স্থবিরতা। সামান্য বৃষ্টিতেই আশুগঞ্জ গোলচত্বর থেকে বন্দরের ঘাট পর্যন্ত রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।শুধু তাই নয় মালঅমাল পরিবহনের সময় রাস্তায় গাড়ী উল্টে পড়ে যায়।এতে মালের পাশাপশি জীবনহানি ঘটে।এই অবস্থায় ভুক্তভোগী জনগণ বলছেন যেন এইরাস্তা দেখভালের জন্য কেউ নেই।
এদিকে আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরের ব্যবসায়ী কবির ফকির জানান,আমরা দীর্ঘদিন ধরে এই বন্দওে ব্যবসা করে আসছি।কিন্তু এইবার আমরা ব্যবসায়ীরা রাস্তার বেহালদশার জন্য সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখিন হচ্ছি।রাস্তার ভাল না থাকায় পরিবহন ভাড়া যেমন বেশিী দিতে হচ্ছে তেমনি সময়মত গাড়ী পাওয়া যাচ্ছে না।ফলে আমরা বন্দরের ব্যসায়ীরা উভয় সংকটে আছি।আমার দাবী সরকার যেন দ্রুত রাস্তার সমস্যাটি সমাধান করার পাশাপাশি নতুন করে বন্দও ঘাটে যে উন্নয়ন কাজ চলমান আছে তা দ্রুত শেস করার পদক্ষেপ নেয়।
এ বিষয়ে আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরের ইজারাদার জিতু মিয়া বলেন,আমি ২০২৪-২০২৫ অর্থবছরে ঘাট ইজারা নিয়োিছ এককোটি ৪০লক্ষ টাকায়।তার সাথে ব্যাট,ট্যাক্স রযছে শতকরা ২৫ পার্সেন্ট। এতে আমার আশুগঞ্জ বন্দরঘাট ইজারামুল্য দাঁড়িয়েছে প্রায় এককোটি সত্তর লাখ টাবা।ঘাটের যাতায়াতের রাস্তার করুনদশা কারণে মালামাল লোড-আনলোড কমেগেছে প্রায় ৬০ভাগ।তিনি বলেন, আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরের উন্নয়নের লক্ষে ঘাটে আরো চার-পাঁচটি জেটি মর্িান করছে সরকার।এই উন্নয়ন কাজের জন্য পুরাতন অন্তত ৪টি জেটি পুরাতন জেটি বন্ধ করে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।এর আগে য়েখানে ৬টি জেটি দিয়ে মালঅমাল পরিবহন করা হত।এখন মাত্র ২টি ,জেটি দিয়ে মালামাল পরিবহন করতে হচ্ছে।এত করে আমি কাক্সিক্ষত রাজস্ব আদায় করতে পারছিনা।এতকিছুর পরও যদি রাস্তার সমস্যা না থাকত কিছুটা পুষিয়ে থাকতে পারতাম।তিনি আশুগঞ্জ নৌবন্দর-বিশ্বরোড-ধরখার-আখাউড়া স্থলবন্দর সড়ক চার লেনে উন্নীতকরনের কাজ দ্রুত শেষ করার জন্য সরকারের উচ্ছ মহলেল হস্তক্ষেপ দাবী করেন।