পিরোজপুরের স্বরুপকাঠির সন্ধ্যা নদী আমাদের প্রাণের নদী। মৌসুমি জলের দাপটে যেন ভরা যৌবনে পা রেখেছে সন্ধ্যা। সন্ধ্যা নদী বুকে পাল তোলা নৌকার সমারোহ একাকালে মানুষের দৃষ্টি কেড়ে নিত অনায়ানে। কয়েক যুগ আগেই এ নৌকার প্রচালন বিলীন হতে চলছে। কোন মতে টিকে থাকা এসব নৌকা বর্তমানে ব্যবহৃত হচ্ছে ভ্রমণ, যাত্রী পারাপার, মাছ ধরাসহ নানা প্রকার মালামাল বহনের কাছে। সন্ধ্যা নদীর মাঝিরা নৌকাতেই খুঁেজ পায় তাদের জীবন- জীবিকা। তবে ঐতিহ্য নিয়ে দাঁড়াতে পারছে না এসব নৌকা ইঞ্জিনচালিত শ্যালো বোটের বিপরীতে।