পীরগঞ্জে রান্নার জ্বালানীর জন্য গাছের শুকনো ঝরাপাতা নেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূ বুলবুলি বেগম(৪০)কে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ব্যাপারে থানায় মামলার দাযেরের পর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত রোববার বেলা দেড়টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামের সাহাবুল মিয়ার স্ত্রী বুলবুলি বেগম (৪০), খুশী মিয়ার স্ত্রী মমতা বেগম (৪৫) রান্নার জন্য জ্বালানী সংগ্রহে স্থানীয় একটি ইউক্যালিপটাস গাছের বাগানে শুকনো পাতা কুড়াতে যান। সেখানে তাদের মাঝে ঝগড়ার একপর্যায়ে মমতা বেগম বুলবুলিকে ধাক্কা দিলে গাছের সঙ্গে লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বুলবুলি কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সে মারা যায়। এ ঘটনায় বুলবুলির মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে মমতা বেগম, তার স্বামী খুশী মিয়া এবং প্রতিবেশী পারভীন বেগম কে আসামি করে হত্য মামলা (মামলা নং ১৭, তারিখ- ১৪/১০/২৪) করেন।
ওসি এমএ ফারুক বলেন,বুলবুলির মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্ত ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তে রংপুর মর্গে প্রেরন করা হয়েছে।