ফরিদপুরের মধুখালীতে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে একত্বতা প্রকাশ করে গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে আক্রমণ ও বাধা এবং মার ধরের অভিযোগে স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা মো. তারিকুল ইসলাম বাদী হয়ে স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত রো ১৭০-১৮০ জনের বিরুদ্ধে মধুখালী থানায় এজাহার দায়ের করেছেন।
গত ৮ অক্টোবর মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেল আওয়ামী লীগের সদস্য মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, সাধারণ সম্পাদক অণিক, সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা, জেলা শ্রমিক লীগের মির্জা মাযহারুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের মির্জা সুজন, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, জেলা যুবলীগের জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহশিন বিশ্বাস কালু, পৌর ছাত্রলীগের সহ সভাপতি পল্লব মোল্যা, যুবলীগনেতা সোহান, আব্দুল্লাহ শরীফ, তরুন সাহা বাগান, কছির শরীফ, সাংবাদিক জুয়েল শরীফ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান বাবু, ওবায়দুর খন্দকার, অসিম বিশ্বাস, শ্রমিক আশিক, কৃষক আইয়ুব আলীসহ আরো অজ্ঞাত ১৭০ থেকে ১৮০জনের নামে এজাহার দায়ের করেছেন।
মধুখালী থানা অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের একটি মামলা রুজু করা হয়েছে মামলা নম্বর ৮ তারিখ ৮ অক্টোবর ২০২৪খ্রিঃ। বিবাদিরা লাটি সোটা, রামদা, লোহার রড দিয়ে তাদের মিছিলে আক্রমণের অভিযোগ করেছেন।