বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। জেলা গোয়েন্দা পুলিশ দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কয়েলীপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র শামিম মিয়া (৩৮)।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত রোববার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টিম ডিবি জানতে পারে শামীম নামে এক মাদক ব্যবসায়ী শহীদ খোকন পৌর শিশু উদ্যান এর প্রধান গেইটের বিপরীতে পাকা রাস্তার উপর তার হেফাজতে গাঁজা নিয়ে অবস্থান করছে। টিম ডিবি ওই স্থানে রাত সাড়ে সাতটায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে এবং তার হেফাজতের আঁকা ১ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ী শামীম দীর্ঘদিন যাবত বগ্রেশ্বর ও শহরের আশপাশে গাঁজা বিক্রি করতো।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।