জামালপুরের মেলান্দহে সাংবাদিক মোত্তালিব মোল্লা ও তার পরিবারের উপর হামলা চালিয়ে ভাংচুর করেছে। ১৩ অক্টোবর জমিজমা সংক্রান্ত সীমানা বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে তার নিজ গ্রাম গুজামানিকা গ্রামে। তিনি দি ডেইলি আর্থের জামালপুর প্রতিনিধি এবং মেলান্দহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি।
জানা গেছে, ওই সাংবাদিকের স্বগোত্রীয়র লোকজন প্র্য়াই জমির সীমানা উপড়ে ফেলে বিরোধের সৃষ্টি করে আসছিল। সাংবাদিকের তার স্ত্রী হালিমা বেগমের চাকরির সুবাদে প্রায়ই তারা অন্যত্র বাস করতেন। মাঝে মাঝে তারা বাড়িতে আসেন। ঘটনার দিন মোত্তালিব মোল্লার সীমানা ঘেষে বেড়া দিতে যান। ওই সময় তার জেঠাত ভাই আ: হামিদ এবং তার ছেলেরা এগিয়ে এসে মারধর করেছে। ওই সময় সাংবাদিকের স্ত্রী সন্তানরা এগিয়ে এলে তাদেরও মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় সাংবাদিক পরিবারকে হামলাকারিদের হাত থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে অভিযক্তি আ: হামিদ জানান-আমরা সম্পত্তি সমান করে ভাগ করে নিলেই আর বিরোধ থাকবে না।