আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মোঃ ফারুক বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মুহিবুল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হাফেজ আবদুল আলীম, হাফেজ মাওঃ আবু সাঈদ, হাফেজ আরিফুল ইসলাম, ক্বারী ইয়াছিন আরাফাত, মাওঃ ইয়াছিন আলী প্রমুখ। সভায় দেশ ও জাতির কল্যানার্থে ইমামদের করণীয়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।