সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের জিয়াউর রহমান হত্যা মামলার বাদী নিহতের সৎ ভাই তাজিজুর রহমানের অতি উৎসাহী আচরণ এবং সন্দেহ ভাজন দের সঙ্গে সখ্যতার অভিযোগ ওঠেছে। এ কারণে স্বামী হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের স্ত্রী রানু বেগম।
রোববার (১৩ অক্টোবর) দুপুওে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে রানু বেগম বলেন, ‘৮ সেপ্টেবর সিলেট শহওে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন জিয়াউর রহমান। ১০ সেপ্টেম্বও পাশের মহদী গ্রামের একটি খাল থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর আমাদের না জানিয়ে তার সৎ ভাই তাজিজুর রহমান তাড়াহুড়ো করে মামলা করেন। কিন্তু, মামলার পর থেকে সন্দেহভাজন গ্রামের লন্ডন প্রবাসী তাজউদ্দিনের সঙ্গে তার সখ্যতা এবং তথ্য বিভ্রাটের কারণে বিচার পাওয়া নিয়ে শঙ্কা জাগাচ্ছে।’
তিনি অভিযোগ করেন, ‘হত্যার পেছনে যাদেও হাত রয়েছে বলে আমরা সন্দেহ করেছি তাদেরকে নিয়েই আমার সৎ দেবর তাজিজুর মামলাটি করেছেন। মামলার পর থেকে তার আচরণও সন্দেহ জনক বলে মনে হচ্ছে।’
মামলার বাদী পরিবর্তন এবং কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের দাবি জানান জিয়াউর রহমানের স্ত্রী রানু বেগম। তিনি বলেন, ‘অন্যথায় হত্যার সঙ্গে জড়িতরা পার পেয়ে যাবে। আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হবো।’
তিনি আরও বলেন, ‘মামলায় আমি ও আমার ছেলে সালমান ছাড়াও স্বাক্ষী হিসেবে রাখা হয় মহদী গ্রামের প্রণব সূত্রধর, একই গ্রামের আবদুল কুদ্দুছ, জিলুমিয়া, গহরপুর গ্রামের লক্ষণ দত্তকে। যাদের সাক্ষী করা হয়েছে তাদের কাউকে অবগত করা হয়নি। পরবর্তীতে বাদীর আচরণ ও গতিবিধি নিয়ে আমাদেও সন্দেহ শুরু হয়।’
রানু বেগম বলেন, ‘তাজিজুর ১০ বছর ধরে অন্য গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছেন। তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগও নেই। বাড়িতে আপন ভাসুর মুজিবুর রহমান এবং প্রাপ্ত বয়স্ক ছেলে থাকার পর কেনসৎ দেবর অতিউৎসাহী হয়ে মামলা করলেন তা বোধগম্য নয়। তবে, পরবর্তীতে তার আচরণ সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
জিয়াউর রহমানের স্ত্রীর অভিযোগ, ‘হত্যা কাণ্ডের মূল হোতাদের রক্ষাকরতেই তাজিজুর তাড়াহুড়া করে মামলা করেছেন।
তিনি বলেন, ‘গহরপুর গ্রামের লন্ডন প্রবাসী তাজউদ্দিনের সাথে আমার স্বামীরপূর্ব বিরোধছিল। বছর খানেক আগে তাজউদ্দীনের লোকজন একটি মামলায় আমাদের গোষ্ঠী ও পরিবারের অন্য সদস্যদেও বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আমার স্বামীকে স্বাক্ষী হিসেবে রাখা হয়। কিন্তু পরিবারের বিরুদ্ধে স্বাক্ষী দিতে তিনি অস্বীকৃতি জানান। সেই মামলার রায় তাজউদ্দিনের বিপক্ষে যায়। এরপর থেকে তাজউদ্দিন আমার স্বামীকে দেখে নেওয়ার হুমকি দেন।’
রানু বেগম অভিযোগ করেন, ‘১০-১২ বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় তাজউদ্দিন দেশ ছেড়েযান। সম্প্রতি দেশে ফিরলে হত্যা কাণ্ডের আগেরদিন আমার স্বামীকে দোকান থেকে ডেকে নেন। রাতেবাড়িফিরলেআমার স্বামীকে খুব বিষন্ন দেখায়। একদিন পর তাকেখুন করা হয়।’
বাদী তাজিজুর রহমানের সঙ্গে তাজউদ্দিনের নিয়মিত যোগাযোগের অভিযোগ করে বিচার পাওয়া শঙ্কা প্রকাশ করেন রানু বেগম। তিনি জানান, এ কারণে তিনি নিজে বাদী হয়ে তাজউদ্দিন ও তাজিজুর রহমান, গ্রামের জয়নাল আবেদিন, রাজুমিয়া, গৌছ উদ্দিনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত করেছেন। আদালত একই ঘটনায় থানায় মামলা থাকার কারণে পুলিশকে প্রতিবেদনের নির্দেশ দেন এবং আমার জবানবন্দি রেকর্ড করেন।
তাজউদ্দিন এরইমধ্যে দেশ ছেড়েছেন বলে জানান তিনি। স্বামীর প্রকৃত খুনিদেও চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং সুবিচার নিশ্চিত করতে তিনি আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।