চট্টগ্রামের হাটহাজারীতে সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার বিজয়া দশমীতে দেবী দূর্গাকে বিসর্জনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কাঁশা ঘন্টা, ঢোল ঢকর, শঙ্খ, উলু ধ্বনির মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের লোকজন অশ্রু সজল নয়নে দেবী দূর্গাকে বাপের বাড়ি মর্ত্য থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে।
হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের দুইটি ওয়ার্ডে সাংসদীয় আসনের ১শ ১৪টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ফতেয়াবাদ শ্মশানেশ্বরী কালীবাড়ি, নন্দীরহাট নিচতারনী কালী বাড়ি, পৌরসভার দেওয়াননগর কালী বাড়ি ও ফটিকা সার্বজনীন পূজা মন্ডপ, মির্জাপুরের সরকারহাট বাজার, এনায়েতপুর কালী বাড়ি, পশ্চিম ধলই শীতলা বাড়ি পূজা মন্ডপ এলাকায় দূর্গা প্রতিমা প্রদর্শনের মাধ্যমে সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথ গণমাধ্যমকে জানান। তিনি সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ এই দূর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগীতা করায় উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্হানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ, সকল সম্প্রদায়ের লোকজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন এবারের পূজা উৎসব দেশের সম্প্রীতির স্মরনাতীত কালের সকল ধর্মীয় জনগোষ্ঠীর ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখেছে।