বিএনপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক গত ২ দিন ব্যাপী চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নসহ ফতেয়াবাদ, দঃ পাহাড়তলী চসিক ওয়ার্ডের পূজামন্ডগুলি বিএনপি নেতৃবৃন্দের সাথে নিয়ে পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টাগনসহ পূজার্থীরা বিএনপির নেতৃবৃন্দদের স্বাগত ও শারদ শুভেচ্ছা জানান।
গত শনিবার রাতে শিকারপুর,বুড়িশ্চর,কুয়াইশসহ কয়কটি ইউনিয়নে পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপে সমবেত জনসাধারণের মাঝে এস. এম ফজলুল হক বলেন, এবারের দুর্গোৎসব অত্যন্ত সম্প্রীতির আমেজে পালন করা হচ্ছে, কেননা দেশে স্বস্তি ও মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে। এদেশে সংখ্যাগুরু- সংখ্যালঘু বলে জাঁতি কখনো মানতেন না, সবাই সৌহার্দ্য - সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে সমাজ সংস্কৃতি, ধর্ম কর্ম পালন করে থাকেন। স্বার্থনেষী গোষ্ঠী জাতিকে বিভক্তি করার বারবার চেষ্টা করত স্বার্থ হাসিলের জন্য। বিএনপি যে ৩১ দফা এবার জাতির কাছে উপস্থাপন করেছে তাতে পরিস্কারভাবে বলেছেন আমরা সবাই বাংলাদেশী,সবার অধিকার এক ও অভিন্ন। বিএনপি অতীতের ন্যায় আপনাদের পাশে সব সময় থাকবে।
আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হারুন অর রশীদ চেয়ারম্যান, নুর হোসেন মেম্বার, শাহআলম চৌধুরী, সৈয়দ তাজুল ইলাম মেম্বার, এস.এম মহিউদ্দিন মাসুদ, আজগর হোসেন মনু, এ্যাড.মোহাম্মদ আইয়ূব, উপস্থিত ছিলেন এস. এম পারভেজ, নওশাদ আলম রুবেল, মোস্তফা মনোয়ার মুন্না, রবিউল আলম, সাইফুল কামাল রুবেল, আলমগীর বাচা, জানে আলম জানু, মজুমদার, সেলিম মেম্বার, আলম, আবদুল মান্নান,মোজাম্মেল হক, জাহেদ হোসেন, শওকত আলী,কামরুল হাসান পাভেল, জেলা ছাত্রদলের রাশেদ খান, সাইদুল ইসলাম, মোঃ গিয়াসউদ্দিন, রিপাত ইসলাম শাওন,খালেদ মাহমুদ রিজভী, আলাউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম।
বিভিন্ন পূজা কমিটি থেকে বক্তব্য রাখেন জিকু দাশ গুপ্ত, দীপংকর ভট্টাচার্য, ছোটন বিশ্বাস ও প্রমুখ।