সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যে জেলার চর রাজিব পুরে ইনসাইট কালচারাল একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার রাজিব পুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়।
এ উপলক্ষে বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার কেরামত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক মন্তাজ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব জহুরুল ইসলাম, রাজিব পুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক ইসমাইল হোসেন ও সোনালী ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ।