শহীদ আবুসাঈদের কবর জিয়ারত করে নিজেকে ভাগ্যবান মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ মোঃ মোখলেস উর রহমান বলেন,আমি রংপুরের সন্তান, শহীদ আবু সাঈদ যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের জমি কারমাইকেল কলেজের, আমি সেই কারমাইকেল কলেজের ছাত্র ছিলাম, আমার বুকটা ভরে গেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অলরেডি ১৪জন সচিবকে ওএসডি করাহয়েছে, ওএসডি তেমন পানিশমেন্ট নয়, বেতন নিয়ে বাড়ি যাবে, বদলি করা হচ্ছে এটাও তেমন পানিশমেন্ট নয়, ১৬ বছরের এই যে স্বৈরাচার, অফিসার তো করে নাই, ১৬ বছরে কিছু ওমেদার রেখে গেছে। এখন আমরা তো দিতে পারি না, এদের থেকেই তো দিতে হবে, ভাল এবং মিনি মাম যাদের লেভেল রয়েছে তাদের কে পদায়ন করা হচ্ছে এবং ওই সময়ে যারা বিতর্কিত, প্রেসমিডিয়া দেখে যেটাকে এসসিআর বলে সেগুলো দেখে অনেকের সাজার ব্যবস্থা করা হচ্ছে, এটা অনগোয়িং হচ্ছে, আরও দ্রুত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সিভিলসার্ভেন্ট, সার্ভেন্ট মানে সেবক, আমি সরাসরি বলি সার্ভেন্ট মানে হচ্ছে চাকর, আমরা জনগণের চাকর, বিভিন্ন সিটি কর্পোরেশণের দায়িত্বে বিভাগীয় কমিশনাররা আছেন, ওখানে যাবেন, আপনাদের কথা শুনবে, আপনাদের পরামর্শ নিবে, জনগণের জন্য কাজ করবে। আবু সাঈদ হত্যায় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের জড়িতদের প্রশ্নে বলেন, উচ্চ পর্যায়ের কেসের ট্রাইল হচ্ছে, এটা কোর্টে বিবেচনাধীন, এ ব্যাপারে আমার কম কথা বলা ভাল, তবে সাজার বাইরে কেউ যাবে না, তদন্তে জাতিসংঘের টিম জড়িত, তারা দেশে কাজ করছে, তারা কিন্তু মিডিয়াতে আসেনা,এ রেকর্ডগুলো আন্তর্জাতিকভাবে অনেক সিরিয়াস, সরকার জনগণের হয়ে যেটা চাচ্ছে, এবার আপনারা তার প্রতিফল দেখতে পাবেন, আপনারা সবাই খুশি হবেন, সুন্দর সুন্দর নিউজ করতে পারবেন। দুপুরের পর পরই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ মোঃ মোখলেস উর রহমান। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি।
এ সময়যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন,রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গাইবান্দার জেলা প্রশাসক মোয়াজ্জেম আহমেদ, নীলফামারি জেলা প্রশাসক নাইরুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মজিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা খাতুন। উল্লেখ, গত ১৬ জুলাই রংপুরের পার্কের মোড়ে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনেপুলিশ, যুবলীগ, ছাত্রলীগের সাথে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।