“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪। দিবসটি পালন উপলক্ষে রোববার স্থানীয় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিফাত বিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মেজবা উল আলম ভূ৭ইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৎস্য কর্মকর্তা মো. মকসুদ হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আবদুল জব্বার ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানব সৃষ্ট উভয় দূর্যোগ মোকাবেলা করতে পূর্ব প্রস্তুতি সকল নারী পুরূষের জেনে রাখা প্রয়োজন। দুর্যোগ চলাকালে বিপদগ্রস্ত মানুষদের সেবা ও খাদ্য সামগ্রি দিয়ে বাঁচিয়ে রাখা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এই দায়িত্ব পালন শুধু সরকারের একার পক্ষে কখনো সম্ভব নয়। শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষকে এই বিষয়ে সচেতন করার কোন বিকল্প নেই। দূর্যোগকালীন সময়ে প্রশাসনের সাথে সমন্বয় করার বিষয়টিও সকলকে জানতে হবে। সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।