বিপদে মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক তাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে অওাভিয়ানো ঐক্য পরিষদ। বসন্ত বাগ নব চেতনা শান্তি সংঘের সার্বিক তত্ত্বাবধানে অওাভিয়ানো ঐক্য পরিষদ রোম ইতালি এর পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হয়।
রোববার দুপুরে মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির ক্রীড়া - সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
বসন্তবাগ নব চেতনা শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী আবদুল মতিন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শামসুদ্দিন শিবলী, হানিফ মেম্বার, আনোয়ার পারভেজ, সিরাজ, আব্দুল্লা আল মামুন, বসন্ত ভাগ নবচেতনা শান্তি সংঘের সভাপতি সাজ্জাদ জহির রাসেল সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমি অওাভিয়ানো ঐক্য পরিষদ ও বসন্তবাগ নব চেতনা শান্তি সংঘের সকল সদস্যকে ধন্যবাদ জানাই দেশের মানুষ যখন বন্যার কবলে পড়ে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত এই সময় তারা তাদের পাশে দাঁড়িয়েছে আমি তাদের উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য কামনা করছি সেই সাথে তারা আমাকে প্রধান অতিথি করে কৃতজ্ঞ করেছে।