দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নে দিঘলিয়া উপজেলার বিভিন্ন নদীতে মা ইলিশ শিকার প্রতিরোধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ উপলক্ষে অভিযানের প্রথম দিন রোববার ( ১৩ অক্টোবর-২০২৪) মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান বাস্তবায়নের লক্ষে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে সংগঠনের সেচ্ছাসেবক মোঃ আকিব হোসেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ-এর সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম এবং সার্বিক সহযোগিতা করেন দিঘলিয়া থানা পুলিশ। তাছাড়া গণমাধ্যমকর্মী হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ। দিঘলিয়া উপজেলার আতাই নদীতে অভিযান কার্যক্রমটি পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ বিভিন্ন প্রকার ১০ হাজার মিটার জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের আগে মাছ শিকারীদের মাছ শিকার হতে বিরত থাকার জন্য দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং, ব্যানার ও পোস্টারিং করা হয়েছে। ১৩ অক্টোবর রোববার অভিযান পরিচালনা শুরু হয়েছে যা আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া এ প্রতিবেদককে জানান।