"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুরে্যাগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুরে্যাগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও দুরে্যাগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করেন তারাগঞ্জ উপজেলার দমকল বাহিনীর সদস্যরা। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে একটি র্যালী বের হয়ে তারাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসার নাসির ইকবাল, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুম্পা আক্তার প্রমুখ।