ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামছু মিয়া নামের ৮৬ বছরের বৃদ্ধের স্বাভাবিক মৃত্যুতে হত্যা মামলা দায়েরের চেষ্টার অভিযোগ ওঠেছে। পেছনে কাজ করছে জায়গা সংক্রান্ত বিরোধ। নিহতের ছেলে মেয়ে ও পুত্রবধূ হত্যার অভিযোগ করলেও একাধিক স্বজন ও গ্রামবাসী বলছেন বার্ধক্যজনিত কারণে গত ৪ বছর ধরে অসুস্থ সামছু মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর সকালে গ্রামের মসজিদের মাইকে তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। সকাল ১০টার পর পাল্টে যায় দৃশ্যপট। ৪-৫ দিন আগে প্রতিবেশী মুর্শেদ মিয়ার মারধরে আহত সামছু মিয়ার মৃত্যু হয়েছে বলে প্রচার করতে থাকেন নিহতের ছেলে মেয়ে। পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত সম্পন্ন করেছেন। উপজেলার অরূয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সূরতহাল রিপোর্টে লাশের সবকিছু স্বাভাবিক ও আঘাতের কোন চিহ্ন না থাকায় এখনই হত্যা মামলা নিচ্ছেন না থানা পুলিশ।
পুলিশ, নিহতের পরিবার ও গ্রামবাসী সূত্র জানায়, ধামাউড়া গ্রামের মুর্শেদ মিয়া ও সামছু মিয়া একই সীমানার বাসিন্দা। উভয় পরিবারের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। দেওয়ানী আদালতে মামলা ও চলছে। গত ৭ অক্টোবর সোমবার ভোরে নিজ বসত ঘরে মারা যান ৪ বছর ধরে অসুস্থ সামছু মিয়া। সকালে গ্রামের মসজিদের মাইকে ওঁর মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। কবর খোড়াসহ দাফনের সকল কাজও শুরূ হয়। হঠাৎ সকাল ১০টার দিকে দাফনের সকল কাজ বন্ধ করে কানাকানি শুরূ করেন নিহতের ছেলে মেয়ে ও স্বজনরা। কিছুক্ষণ পর পুলিশ এসে অভিযোগের কথা বলে সূরতহাল রিপোর্ট করে সামছুর লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যান। নিহতের মেয়ে লুৎফা বেগম বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়েরের চেষ্টাও করছেন। পুলিশ ময়না তদন্তের প্রতিবেদনের পর মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন। সরজমিনে ওই গ্রামে গেলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারূন মিয়া বলেন, বয়সের কারণে সামছু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ্য। নড়াচড়া করতেও কষ্ট হতো। শুধু চেয়ারে বসে থাকতে দেখেছি। গত মঙ্গলবারে তাদের ফোন পেয়ে বাড়িতে গিয়ে সামছু মিয়াকে চেয়ারে বসা দেখেছি। আঘাত বা আহত হওয়ার কথা কেউ বলেনি। গ্রামের বাসিন্দা মো. তমিজ উদ্দিন (৫৮), মো. লায়েছ মিয়া (৬৮), কালা মিয়া (৭৫) ও মো. মন্নাফ মিয়া (৪৯) সহ অনেকেই বলেন, বার্ধক্যজনিত কারণে ৪ বছর ধরে খুবই কষ্টে চলাফেরা করতেন সামছু মিয়া। জুম’য়ার দিনে অন্যের সহায়তা মসজিদে যেতেন। উনাকে কেউ আঘাত বা মারধর করলে তো চিকিৎসা নিতেন। সকলেই জানতো। পরিবারের লোকজনের উপর চওয়ার হয়ে কে বা কাহারা ষড়যন্ত্র করছে। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ধামাউড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনায়েত উল্লাহ বলেন, মঙ্গলবার সকাল ৮ টায় পরিবার ও স্বজনদের অনুরোধে মসজিদের মাইকে আমি সামছু মিয়ার মৃত্যুর খবর প্রচার করেছি। তখন হত্যার কথা কেউ বলেননি। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘদিনের অসুস্থ বৃদ্ধ লোকের স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে ভূমি দস্যু একটি গ্রƒপ প্রতিপক্ষকে ফাঁসানোর খেলায় নেমেছে। ৮৬ বছরের বৃদ্ধ লোকটিকে কেন খুন করবে? অযথা লাশটাকে কাটাছিড়া করেছে। সূরতহাল রিপোর্টে লাশের শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গকেই স্বাভাবিক উল্লেখ করা হয়েছে। সূরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা এস আই মো. কবির হোসেন বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন মিলেনি। তবে অভিযোগ থাকায় ময়না তদন্ত প্রতিবেদন না পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সূরতহাল রিপোর্টে লাশের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্নের উল্লেখ নেই। মৃত্যুর প্রকৃত কারণের জন্য ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এদিক ওদিক শুনছি স্বজনরা এজহার দিবেন বা চেষ্টা করছেন। কিন্তু আমার হাতে এখনো এজহার বা অভিযোগ আসেনি।