গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরের সাথে জনৈক এক নারীকে জড়িয়ে মিথ্যা ষড়যন্ত্র ও উদ্দেশ্য মূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই নারী। রোববার সকাল সাড়ে দশটার দিকে রাজেন্দ্রপুরে একটি বাড়িতে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর আগে ১২ অক্টোবর শনিবার দৈনিক যুগান্তর পত্রিকার সারাদেশ বিভাগে "গাজীপুর ছাত্রদল সভাপতি শিশিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে জড়ানো মেরিনা আফরোজ সনিয়া নামে ওই নারী লিখিত বক্তব্যে বলেন, ইমরান হোসেন শিশিরের সাথে আমার পারিবারিক সুসম্পর্ক রয়েছে। তার রাজনৈতিক ক্যারিয়ার ও সুনাম নষ্ট করার জন্য একটি চক্র উদ্দেশ্য মূলক ভাবে সংবাদ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ এবং কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন তাকে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে জিম্মি করে এবং শিশিরের বিরুদ্ধে বক্তব্য রেকর্ড করে বলে অভিযোগ করেন। গত ৫ আগষ্টের পর ওই দুই ছাত্রদল নেতা নানা ভাবে তাকে প্রলোভন ও লোভ দেখিয়ে শিশিরের সাথে ফোনে কথা বলা রেকর্ড করে এবং পরবর্তীতে তা নিয়ে ব্ল্যাকমেইল করে। তারা জোরপূর্বক ওই নারীকে আটকিয়ে মোবাইল থেকে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও নিয়ে সুপার এডিট করে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তখন তাদের সাথে দেখা করার শর্তে ছবি ও ভিডিও প্রকাশ করবে না বলে তারা আশ্বস্ত করেন। সেমতে ১০ অক্টোবর কাপাসিয়ার জামিরারচরে ব্র্যাক অফিসে দেখা করলে ষড়যন্ত্রকারী ফরহাদ হোসেন তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মাছুম বিল্লাহ সহ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই সময় তাকে জিম্মি করে জোরপূর্বক শিশিরের বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য করে এবং গোপনে ভিডিও ধারণ করে রাখেন। পরে তাকে দ্রুত স্থান ত্যাগ করার জন্য বলে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাংবাদিক পরিচয়ে একজন যোগাযোগ করলে ওই নারীর পরিবারের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয় অনুমতি ছাড়া যেন কোন সংবাদ প্রকাশ না করেন।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, আমি এবং আমার পিতা নিষেধ করা সত্ত্বেও ১২ অক্টোবর দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণে শিশিরের সাথে নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে আমাদের উভয় পরিবারের সামাজিক ভাবে মান সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং প্রকাশিত সংবাদটি প্রত্যাহারের জন্য জোর দাবী জানান।
এব্যাপারে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এসব কিছুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা উভয়ে একই এলাকার বাসিন্দা এবং দলীয় পরিচয়ে সবার সাথে পারিবারিক সুসম্পর্ক রয়েছে। আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণœ হয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি দলীয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।