নওগাঁর আত্রাইয়ে গাছ কাঁটার সময় বিদ্যু’স্পৃষ্টে নুর ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত নুর ইসলাম ইসলামগাথী গ্রামের ছাদেক আলীর ছেলে। তিনি বিশা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন। রোববার বেলা ১১টা নাগাদ এঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাদ দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,নুর ইসলাম কাঠের ব্যবসা করতেন। পার্শ্ববতি শ্রীধর গুড়নই গ্রামে গাছ কিনে সেখানে শ্রমীক দিয়ে গাছ কাঁটার কাজ করছিলেন। এ সময় গাছকাটা ইলেক্ট্রিক মেশিনে বিদ্যু’ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন নুর ইসলাম। তাকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি’সক নুর ইসলামকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।