কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রোববার সকাল দশটায় আন্তর্জাতিক দুর্যোগ মুসলমান দিবস পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসিল্যান্ড মোঃফয়সাল আহমেদ এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হান্নান,এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম আলম, উপসহকারী প্রকৌশলী পাট উন্নয়নএর এ,বি,এম, কামাল হোসেন,আলিফ নগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে ব্যানারসহ একটি র্যালি বের করা হয়।