“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে উপজেলা পরিষদের হলরুমে সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, মৎস্য কর্মকর্তা আবুল বাশার, আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, অ্যাকাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন প্রমুখ।