হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব রোববার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে। ওইদিন মর্ত্যলোক ছেড়ে বিদায় নিয়েছে দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিনেও জেলার আগৈলঝাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে নেতাকর্মীদের নিয়ে মিলিত হয়েছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এরপূর্বে দুর্গা পূজা শুরু হওয়ার পর থেকে কেন্দ্রীয় বিএনপি নেতা ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সোবাহান দলীয় নেতাকর্মীদের নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে সাধ্যমতো সহযোগিতা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি দুর্গা মন্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করায় ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।