২০২২ সালের ১০ ফেব্রুয়ারি জেলার গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ শাহাবুব হাসানের ওপর হামলার ঘটনায় সাবেক পৌর মেয়র, কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নয়জন নেতাকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
হামলার শিকার বিএনপি নেতা বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন-গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন শিকদার, যুবলীগ নেতা ইকবাল ফকির, ইমরান মৃধা, নুরু বেপারী, কালু বেপারী, ব্যবসায়ী রুহুল আমিন শিকদার, রাবুল সিকদার ও বাবুল শিকদার।
এজাহারে বাদি উল্লেখ করেছেন, ২০২২ সালের ৮ ও ১০ ফেব্রুয়ারি প্রধান আসামি হারিছুর রহমানের নির্দেশে আসামিরা বাদির (শাহাবুব) টরকী বন্দরের দোকানে প্রবেশ করে হামলা চালিয়ে মারধরসহ ছয় লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিরা প্রথমদিন ২০ হাজার টাকা ও দ্বিতীয় দিন বাদিকে গুরুত্বর জখম করে দোকানের ক্যাশ থেকে তিন লাখ একাশি হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। রোববার সকালে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।