শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপ চত্বরে প্রবাসী বাংলাদেশি ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এতে সভাপত্বি করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা শ্রম মণ্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুজন চন্দ্র দাস। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির।
উল্লেখ্য, এছাড়াও প্রবাসী বাংলাদেশি ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক বন্যার্তদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।