রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ছকিনা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেল সেকশনের পীরগাছার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ছকিনা বেগম পীরগাছা উপজেলার কান্দি মনিরামপুর গ্রামের ছমির উদ্দিন ব্যাপারির মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরাণী-কান্দি রেলক্রসিং অতিক্রম করলে এক বৃদ্ধা ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টার দিকে ওই ক্রসিং পার হওয়ার সময় কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি থানায় জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন।
নিহতের বোন ছালেহা বেগম জানান, তারা তিন বোন এক সাথে থাকতেন। ফজরের সময় তিন একসাথে নামাজ পড়েন। এরপর সকালে ছকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছকিনা বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো। দুপুর ১২ টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া গেলেও দেরিতে যাওয়ার কারণে মরদেহ জিআরপি পুলিশ নিয়ে গেছে।
স্থানীয় কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, ওই নারী পরিবার খুবই গরীব মানুষ। তারা তিন বোন ভিক্ষাবৃত্তি করে চলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, বৃদ্ধা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার আসলে মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বুঝে দেয়া হবে।