পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, রোববার ১৩ অক্টোবর সকাল ১১ টায় আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ খলিলুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক ও সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সুশীলন কাউখালী উপজেলা শাখার সমন্বয়কারী ওয়াদুত ফারুকী প্রমুখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল একটি মহড়া মাধ্যমে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা যায় তার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন।