পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনের সম্ভাব্য প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোহেল মঞ্জুর সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এইচ, এম দ্বীন মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দীন পলিন, লিয়াকত হোসেন তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সোহেল মঞ্জু সুমন বলেন, দল এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে বিজয় করার জন্য কাজ করব ইনশাল্লাহ। কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম আহসান কবির বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা বড় রকমের কোন সভা করতে পারিনি। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। পালিয়ে পালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কর্মসূচি পালন করেছি। উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, গত স্বৈরাচারী সরকারের আমলে ভোটের অধিকার ছিল না। দিনের ভোট রাতে হয়েছে। পৃথিবীর নজিরবিহীন ঘটনা একসঙ্গে পার্লামেন্টের সকল সদস্য ও নেতারা দেশ ছেড়ে পালিয়ে।