তিন ঘণ্টার পর বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন নেভানোর অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রোববার বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের উপণ্ডপরিচালক মিজানুর রহমান।
তিনি বলেন, সকাল নয়টার দিকে শেবাচিম হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সেই সঙ্গে ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধার অভিযানও চালানো হয়। তিনি আরও বলেন, আমরা আটকে পড়া প্রায় ৭০ জন রোগীকে হাসপাতালের ভবনের বিভিন্ন তলা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিতে সক্ষম হয়েছি। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে অভিযান সমাপ্তিতে বিলম্ব ঘটেছে।
এর আগে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলার স্টোর রুমে সকাল নয়টার দিকে ধোঁয়া দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরইমধ্যে নিচতলার আগুনের ধোঁয়া গোটা পাঁচতলা ভবনটিতে ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তার স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেডিসিন ভবনের নিচতলার স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। ওই রুমে থাকা ফোম, গজ ও তুলায় আগুন লাগায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়ে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। ফলে আগুনের সূত্রপাতের স্থলে অক্সিজেনের অভাবের পাশাপাশি ছোয়ার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
এরমধ্যে মেডিসিন ইউনিট-১ এ চিকিৎসাধীন মমতাজ বেগম (৭০) নামে এক রোগীর মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে হাসপাতালের স্টাফরা জানিয়েছেন, যেখানে আগুন লেগেছে সেটি পুরুষ মেডিসিন ইউনিট-৫ এর ভেতরে। ফলে সেখানে এই রোগী ভর্তি ছিলেন না, আর বুকে ব্যথা নিয়ে মুমূর্ষ অবস্থায় ভর্তি হওয়া ওই রোগীর আগুন লাগার পূর্বেই মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডের পর স্বজনরা তার মরদেহ নিচে নামিয়ে আনলে তার মৃত্যুর বিষয়টি অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িয়ে যায়।
হাসপাতালের ভর্তি রোগী মজিবুর রহমান বলেন, মৃত্যুকূপ থেকে বেঁচে ফিরেছি। সকাল সোয়া নয়টার দিকে দোতলা থেকে চারতলা হঠাৎ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় মানুষজন নিচে নামতে দৌড়াদৌড়ি শুরু করেন। আমার ছেলে মুখ বেঁধে ধোয়ার মধ্যথেকে অনেক ঝুঁকি নিয়ে আমাকে বের করেছে। একাধিক রোগীর স্বজনরা জানিয়েছেন, অগ্নিকান্ডের সময় হাসপাতালের অধিকাংশ অগ্নিনির্বাপন যন্ত্র অচল অবস্থায় ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে বড়ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বেলা সোয়া বারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর তাদের কাছে নেই। তিনি আরও বলেন, অগ্নিকান্ডের কারণসহ পরবর্তী করণীয় এবং ক্ষয়ক্ষতির পরিমান জানতে তদন্ত কমিটি গঠণ করা হবে। ওই কমিটি আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন ত্রুটি বা অসঙ্গতি বের করবেন। হাসপাতালে সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহমুদ বলেন, রোগীদের উদ্ধার করে পুরাতন ভবনের নাক-কান গলা ইউনিটসহ বিভিন্নস্থানে রাখা হয়েছে।
সূত্রমতে, অগ্নিকান্ডকবলিত ভবনটিতে মেডিসিন বিভাগের পাঁচটি ওয়ার্ডের ১০টি ইউনিট ও ডেঙ্গু ওয়ার্ডের রোগীরা ছিলেন। সর্বশেষ তথ্যানুযায়ী, ৭০ জন ডেঙ্গু রোগীসহ ৫৪৩ জন রোগী ছিলেন ভবনটিতে। এ ছাড়া সেখানে রোগীদের স্বজন, নার্স, চিকিৎসক ও স্টাফরা ছিলেন।