“আগামী প্রজন্ম সক্ষম করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী ভূমি কমিশনার মঈন উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, চিলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক ও লেখক নাজমুল হুদা পারভেজ প্রমুখ। আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে ভূমি কম্পন, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাতের উপর মহড়া অনুষ্ঠিত হয়।