“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে রোববার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে ব্যানার ফেস্টুনসহ বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি চালনা পৌর সদর প্রদক্ষিন শেষে উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধের সক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু দূর্যোগে ক্ষতি কমাতে আমাদের উপযুক্ত হিসাবে গড়ে উঠতে হবে। বিশেষ করে দাকোপের মত উপকুলিয় এলাকার প্রতিটি মানুষকে দূর্যোগে টিকে থাকতে সাহসী এবং সক্ষমতা অর্জন করতে হবে। এ সময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, এনজিও প্রতিনিধি পল বাড়ৈ, সোয়াইব উদ্দিন, ফারহানা আকতার, ইকবাল হোসেন, নকিবুল হোসেন, বিলিয়াম বিশ্বাস, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।