কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারাশিদ বিন এনাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক এর নেতৃত্বে এক বিশাল র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভায় বলেন, ‘আগামী প্রজন্মকে সক্ষম করি দুযোর্গ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা দিক নিদের্শনা দেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারাশিদ বিন এনাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, ফায়ার স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।