"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এস এম আল-আমিন,ওসি মোঃ মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু,সমাজসেবা অফিসার মশিদুল হক,প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক খান মোঃ নাছির উদ্দিন,ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ নুরুজ্জামান, উপজেলা রেডক্রিসেন্ট টিম লিডার সাব্বির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা এবং দুর্যোগ থেকে থেকে বাঁচতে হল টেকসই বেড়িবাঁধ, নদী ভাঙ্গনরোধো কাজ করতে হবে, ঝড় ও জলোচ্ছ্াসের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ আশ্রয় চলে যাওয়া।