নওগাঁর পোরশায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামি পোরশা উপজেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অনুষ্ঠিত মাহফিলে “রাসুল (সাঃ) এর জীবনই রয়েছে সর্বোত্তম আদর্শ” এই বাক্যর উপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর অধ্যাপক ড. ফয়জুল হক। সভাপতিত্ব করেন পোরশা উপজেলা জামায়াত ইসলামীর আমির মাও: আবদুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাশির, উপাধক্ষ মাওলানা সাগর আলী, মডেল মসজিদের ইমাম মাওলানা আবদুল আহাদ, ওলামা মাশায়েখ সমিতির সভাপতি মাওলানা আলাউদ্দীন, নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল করিম, সাবেক উপজেলা জামায়াতে সেক্রেটারী নার নবী, সাপাহার আল হেলাল ইসলামি একাডেমির শিক্ষক সাদেকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোরশা উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এতে শতাধীক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।