শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন পৌর এলাকায় চারটি পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি উপজেলা দায়িত্বশীল মাওলানা তানভীর আহমেদ খলিল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরীসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে উপজেলার ১৮টি পুজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কথা বলেন গফরগাঁও ক্যাম্পের দায়িত্বরত মেজর আবদুল্লাহ আল শরীফ। এ সময় সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।