দুর্যোগ আগাম সর্তক বার্তা ‘আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ শ্লোগানে দিনাজপুরের কাহারোল উপজেলার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস,২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
গতকাল ১৩ই অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন কাহারোল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে র্যালি মহড়া ও আলোচনা সভা মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুরহমান, উপজেলা আইসিটি অফিসার মোঃ আফিজার রহমান, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম, খাদ্য কর্মকর্তা মোঃ শাহীন রানা। এ সময় উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, ঈশানপুর উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী ও সান্দ্রাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ প্রমুখ।