গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে।
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সচেতনতা মূলক শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতা মূলক শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, ভুবনের চালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন, স্কাউট লিডার মাহমুদুল হাসান, মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন প্রমুখ।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত অগ্নিনির্বাপক মহড়া ও কলাকৌশল প্রদর্শন করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল। এ ছাড়া এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।