আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপি নেতা এস এম আবু সাঈদের নেতৃত্বে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুল্লাহ, যুবদল নেতা একলাছুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি সবুজ দে, ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক শওকত আলি, কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। তারা সকল মন্ডপের দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্য ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মত বিনিময়ে কালে মহেশ্বরকাটি পূজা মন্ডপের উপদেষ্টা রাম পদ সরদার,
বুধহাটা সুবর্ণ বনিকপাড়া পূজা মন্ডপের সভাপতি সজল কুমার আঢ্য, সাধারণ সম্পাদক সচ্চিদানন্দ দে সদয়, কাছারীপাড়া পূজা মন্ডপের সভাপতি সবুজ দেবনাথ, সাধারণ সম্পাদক বাপ্পি দেবনাথ সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।