আশাশুনিতে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। সম্মেলনে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুর সবুর, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন, উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সহকারী সেক্রেটারী এড. শহীদুল ইসলাম, মাওঃ আবদুল বারী, শাহ অহিদুজ্জাম শাহীন, বাইতুল মাল সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান, আফসার উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহাজান আলী, যুব বিভাগ সভাপতি ডাক্তার রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে উপজেলার ৪১৭ জন রোকন (পুরুষ-মহিলা) ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।